• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চট্টগ্রামে ওয়াসার সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

প্রকাশ:  ২২ অক্টোবর ২০১৮, ১৭:৩৯ | আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৭:৪৫
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ওয়াসার পানি শোধনাগার প্রকল্পের একটি ট্যাংকে নামার পর অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) সকালে হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকার চট্টগ্রাম ওয়াসার পানি শোধনাগারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নজরুল (৩০) ও ইউসুফ (২২)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আবদুল করিম বলেন, পানি শোধনাগার প্রকল্পের একটি সেপটিক ট্যাংকে ১৫-২০ দিন আগে ঢালাই করা হয়। সকালে সেটির ঢাকনা খুলে দুই শ্রমিক প্রবেশ করেন। সেখানে অ্যামোনিয়া গ্যাস জমে গিয়েছিল। গ্যাসের প্রভাবে তার সংজ্ঞাহীন হয়ে পড়েন। উদ্ধারের পর তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির উদ্দিন বলেন, হাসপতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে নিঃশ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে তাদের।

/এসএফ

চট্টগ্রাম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close