• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

১৭ ডিসেম্বর কণ্ঠশিল্পী আসিফের মামলার প্রতিবেদন

প্রকাশ:  ৩১ অক্টোবর ২০১৮, ১১:১৮ | আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১১:৪৩
নিজস্ব প্রতিবেদক

ফের পেছালো কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে প্রতারণা ও তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন। আদালত এই মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন।

বুধবার (৩১ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম নিবানা খায়ের জেসি নতুন এ দিন ধার্য করেন।

এর আগে ৩১ অক্টোবর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় এ সিদ্ধান্ত নেন আদালত।

প্রসঙ্গত, দেশের আরেক কণ্ঠশিল্পী শফিক তুহিন আসিফের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। মামলার এজাহার থেকে জানা যায়, আসিফ আকবর অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছেন। এছাড়া গানগুলো ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ট্রু-টিউন, ওয়াপ-২, রিংটোন, পিআরবিটি, ফুলট্রেক, ওয়াল পেপার, অ্যানিমেশন, থ্রি-জি কন্টেন্ট ইত্যাদি হিসেবে বাণিজ্যিক ব্যবহার করে অসাধুভাবে ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন।

পরে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একটি পোস্ট দেন শফিক তুহিন। তার ওই পোস্টের নিচে আসিফ আকবর অশালীন মন্তব্য ও হুমকি দেন। এ ঘটনা প্রীতম আহমেদসহ অনেকেই জানেন বলেও শফিক তুহিন এজাহারে উল্লেখ করেন।

/রবিউল

আসিফ আকবর,শফিক তুহিন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close