• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

সারাদেশে রাতের তাপমাত্রা কমবে

প্রকাশ:  ০৬ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৫ | আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৮
নিজস্ব প্রতিবেদক

দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। তাপমাত্রা ক্রমেই কমছে প্রতিদিন। আগামী দু’একদিনে রাতের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বনিম্ন ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া ঢাকায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কুয়াশা ছিল। এছাড়া ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছে।

আবহাওয়া অধিদফতর পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। রংপুর বিভাগের কুড়িগ্রামের রাজারহাটে ১২ দশমিক ৩, ডিমলায় ১৩, দিনাজপুরে ১৩ দশমিক ১, সৈয়দপুরে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে ১৩ দশমিক ৯, রংপুরে ১৪ দশমিক ৫, বরিশালে ১৪ দশমিক ৮, ময়মসিংহে ১৫ দশমিক ৬, খুলনায় ১৫ দশমিক ৮, সিলেটে ১৬ দশমিক ৮, চট্টগ্রামে ১৬ দশমিক ৮ এবং ঢাকায় ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

/রবিউল

আবহাওয়া অধিদফতর,তেঁতুলিয়া,পঞ্চগড়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close