• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

বর্তমানে আমিই দেশের বড় তারকা: হিরো আলম

প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০১৮, ১০:৫৪ | আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১০:৫৬
বিনোদন প্রতিবেদক

হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেয়েছেন এ সময়ের আলোচিত অভিনেতা হিরো আলম। প্রার্থিতা ফিরে পেয়ে তিনি বলেন, বর্তমানে আমিই দেশের সবচেয়ে বড় তারকা। তাই আমার নির্বাচনী প্রচারে অন্য কোনো তারকার অংশগ্রহণের দরকার নেই।

প্রার্থিতা ফিরে পাওয়া হিরো আলম বগুড়া-৪ আসন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেবেন। তিনি সাংবাদিকদের বলেন, আমি তো মনে করি এই মুহূর্তে আমিই সবচেয়ে বড় তারকা। আমি কোনো এলাকায় প্রচারে গেলে দু-চার-দশ গ্রামের লোক হিরো আলমকে দেখার জন্য ভিড় করে।তাহলে অন্য তারকাকে ভাড়া করে আমার প্রচারে আনার দরকার পড়ে বলে আমি মনে করছি না।

সোমবার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ সোমবার হিরো আলমের মনোনয়ন গ্রহণের নির্দেশ দেন।

এর আগে ৬ ডিসেম্বর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হিরো আলমের আপিল নামঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ভবনে ৪৩ নম্বর সিরিয়ালে হিরো আলমের প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদনের শুনানি হয়। এ সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। নিজের প্রার্থিতা পক্ষে যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।

/রবিউল

হাইকোর্ট,হিরো আলম,বগুড়া-৪,নির্বাচন কমিশন (ইসি)
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close