• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পুরস্কার নিলেন শান্তিতে নোবেলজয়ী নাদিয়া মুরাদ

প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০১৮, ১৩:০১
আন্তর্জাতিক ডেস্ক

কঙ্গোর ড. ডেনিস মুকওয়েগে এবং ইরাকের নারী অধিকার কর্মী নাদিয়া মুরাদ শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণ করেছেন।

সোমবার (১০ ডিসেম্বর) নরওয়ের অসলোতে আয়োজিত অনুষ্ঠান থেকে পুরস্কার গ্রহণ করেন তারা।

নাদিয় মুরাদি যুদ্ধক্ষেত্রে অস্ত্র হিসেবে নারীদের প্রতি যৌন সহিংসতা বন্ধে কাজ করায়, এ বছর শান্তিতে নোবেল বিজয়ী হন। নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইজ-অ্যান্ডারসেন তাকে প্রশংসায় ভাসান। তিনি যুদ্ধ জয়ের হাতিয়ার হিসেবে যৌন সহিংসতা যুদ্ধাপরাধের শামিল। এসব অপতৎপরতা বন্ধে কাজ করায় দুজনের প্রশংসা করেন।

এদিকে নাদিয়া মুরাদ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব ইয়াজিদিসহ অরক্ষিত সব সম্প্রদায়কে রক্ষার কার। এ দায়িত্ব সবাইকে পালন করতে হবে।

উল্লেখ্য, ইরাকে আইএস জঙ্গিদের হাতে বন্দি ছিলেন নাদিয়া মুরাদ। দীর্ঘদিন অমানবিক নির্যাতন ও ধর্ষণের শিকার ইয়াজিদি সম্প্রদায়ের এই নারী, মুক্তির পর থেকেই যৌন সহিংসতা বন্ধে কাজ করছেন। আর কঙ্গোর সংঘাত কবলিত পূর্বাঞ্চলে নারী কল্যাণে কাজ করছেন ড. ডেনিস মুগওয়েগে।

/রবিউল

নাদিয়া মুরাদ,ড. ডেনিস মুকওয়েগে,আইএস জঙ্গি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close