• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

চাকরি দেওয়ার নামে ঢাকায় এনে তরুণীকে গণধর্ষণ

প্রকাশ:  ৩০ সেপ্টেম্বর ২০১৭, ০২:২৪ | আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৮:৫৫
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ৯ টার দিকে শাহআলী মাজার সংলগ্ন প্রিন্স বেকারির সামনে থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণধর্ষণের শিকার তরুণীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

তরুণীকে উদ্ধারকারী শাহআলী মাজারের নিরাপত্তা কর্মী জীবন জানান, রাত ৯টার দিকে মাজার সংলগ্ন প্রিন্স বেকারির সামনে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। সামনে এগিয়ে গেলে মেয়েটি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে অনুরোধ জানায়।

সম্পর্কিত খবর

    গণধর্ষণের শিকার মেয়েটির বরাত দিয়ে জীবন আরো জানায়, শাকিল নামে এক ব্যক্তি টাঙ্গাইল থেকে চাকরি দেয়ার নাম করে তাকে ঢাকায় নিয়ে আসে। মিরপুরের একটি হোটেলে এনে তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করে শাকিল ও তার কয়েকজন সহযোগী। পরে রাত পৌনে ৯টার দিকে তাকে শাহআলী মাজারের সামনে ফেলে চলে যায় তারা।

    জীবন বলেন, ‘তাকে প্রথমে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাই। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’

    ঢাকা মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক জানান, মেয়েটির প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। মেয়েটির বর্তমান অবস্থা আশঙ্কাজনক।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close