• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ফখরুলের নামে ভুয়া ফেইবুক আইডি

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৭, ২১:৩২ | আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ২১:৩৪
নিজস্ব প্রতিবেদক

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া ফেইসবুক একাউন্ট খোলা হয়েছে অভিযোগ করে তা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সম্পর্কিত খবর

    রিজভী বলেন, কিছু অসাধু মানুষ আবারও বিএনপি মহাসচিবের নামে ভুয়া একাউন্ট খুলে বিভিন্ন ধরনের বক্তব্য পোস্ট করছে, যার সাথে মহাসচিবের কোনো সম্পর্ক নাই। কয়েকমাস আগেও মহাসচিবের নামে ভুয়া আইডি খোলা হয়েছিল। তিনি (ফখরুল) পরিষ্কার ভাষায় প্রতিবাদ করেছিলেন যে, তার নামে কোনো ফেইসবুক আইডি নেই।

    এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার নামে কতিপয় অসাধু ব্যক্তি ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন মন্তব্য ও প্রচারণায় লিপ্ত রয়েছে।

    মির্জা ফখরুল বলেন, ইতিপূর্বেও এ ধরণের ঘটনা ঘটেছিল যার সঙ্গে আমার আদৌ কোনও সংশ্লিষ্টতা ছিল না। আমি আমার নামে খোলা এ ধরণের ভুয়া ও মিথ্যা ফেসবুক আইডি সম্পর্কে সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।

    এসময়, আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close