• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‌‘প্রধান বিচারপতি অসুস্থ নন, আমাদের দাবি প্রমাণিত হয়েছে’

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০১৭, ১৩:০৯ | আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৫:১০
নিজস্ব প্রতিবেদক

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, আমরা আগেই স্পষ্ট করে বলেছিলাম যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অসুস্থ নন, সরকার তাকে জোর করে বিদেশে পাঠাচ্ছে। আমাদের সেই দাবি এখন সত্য প্রমাণিত হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সুপ্রিমকোর্ট বার সভাপতি বলেন, প্রধান বিচারপতি যে অসুস্থ নন এটা প্রমাণিত। কারণ, তিনি নিজেই বলেছেন তিনি অসুস্থ নন। তিনি তার লিখিত বক্তব্যে আরো অনেক কথা বলেছেন। ষোড়শ সংশোধনীর রায়ের কারণেই সরকার প্রধান বিচারপতির ওপর আঘাত করেছে।

সম্পর্কিত খবর

    তিনি বলেন, আমরা বিগত কয়েকদিন ধরেই দেশবাসীকে জানিয়ে আসছি যে প্রধান বিচারপতি অসুস্থ নন। সত্যতা যাছাই করার জন্য আমরা তার সঙ্গে সাক্ষাৎ করতে একাধিকবার চেষ্টা করেছি। কিন্তু সরকারের বাধার কারণে আমরা দেখা করতে পারিনি।

    এডভোকেট জয়নুল বলেন, প্রধান বিচারপতিকে জোর করে বিদেশে পাঠনোর মাধ্যমে সরকার বিচার বিভাগের ওপর হামলা করেছে। তারা বিচার বিভাগ ধ্বংসের চক্রান্ত করছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close