• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

সরকারের মধ্যে সাংঘাতিক ভয়-ভীতি সৃষ্টি হয়েছে: আমীর খসরু

প্রকাশ:  ১৮ অক্টোবর ২০১৭, ১৭:১৪
নিজস্ব প্রতিবেদক

বেগম খালেদা জিয়ার জনসমর্থনে সরকারের মধ্যে ভীতি কাজ করছে বলেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এসময় তিনি আরো বলেন, সব দলের ঐক্যমত ছাড়া কোন গোষ্ঠীর সিদ্ধান্তে আগামী নির্বাচনকালীন সরকার গঠিত হতে দেয়া হবেনা।

সম্পর্কিত খবর

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের সিদ্ধান্তে কোনো গোষ্ঠীর সিদ্ধান্ত হতে পারে না। আবারও নির্বাচনকালীন সরকার কে হবে সেটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে হতে হবে। এটি কোনো গোষ্ঠী বা একক দলের সিদ্ধান্তে হবে না।’

    বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার সিদ্ধান্তের পর থেকেই সরকারের মধ্যে সাংঘাতিক ভয়-ভীতি কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এতোগুলো মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়েও খালেদার ফেরায় বিএনপির মধ্যে কোনো আশঙ্কা কাজ করছে না বলেও দাবি তার।

    আয়োজক সংগঠনের উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে ও সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিঙ্কন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ ও শাহ মো. নেছারুল হক প্রমুখ।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close