• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদের কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান

প্রকাশ:  ২০ অক্টোবর ২০১৭, ০২:০৭
নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় কূটনৈতিক তৎপরতার পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। বুধবার ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির ওপর একটি উন্মুক্ত আলোচনায় তিনি এ কথা বলেন।

মোমেন বলেন, এ ধরনের দীর্ঘকালীন সংকটের শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্থায়ী সমাধানের জন্য নিরাপত্তা পরিষদ এই সংহতি প্রকাশ করেছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্পর্কিত খবর

    তিনি আরো বলেন, গত তিন দশক ধরে বাংলাদেশ রোহিঙ্গা সংকটের সম্মুখীন। সংকটটি সমাধান না হওয়া পর্যন্ত এটি আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি।

    গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরু হওয়ার পর রোহিঙ্গারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। সীমান্ত পাড়ি দিয়ে এ পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করেছে পাঁচ লক্ষাধিক রোহিঙ্গা। এদের বেশির ভাগই শিশু ও নারী বলে জানা গেছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close