• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সিইসিকে চিঠি, সংলাপে যেতে চায় জামায়াত

প্রকাশ:  ২০ অক্টোবর ২০১৭, ০২:১৭ | আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ০২:১৯
পূর্বপশ্চিম ডেস্ক

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম সিইসিকে এ চিঠি দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম এ তথ্য জানান।

এর আগে গত বছরের শেষ দিকে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছেও সংলাপে অংশগ্রহণ চেয়ে চিঠি দিয়েছিল জামায়াত। রাষ্ট্রপতির ওই সংলাপে ডাক পায়নি দলটি।

সম্পর্কিত খবর

    সিইসিকে লেখা চিঠিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি বলেন, অতীতে বিভিন্ন নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে এটা প্রতিষ্ঠিত যে, জামায়াত বাংলাদেশের তৃতীয় বৃহৎ রাজনৈতিক দল। এটি জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। বাংলাদেশের প্রায় প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত অংশ নিয়েছে। অতীতের প্রত্যেক সংসদে জামায়াতের প্রতিনিধিত্ব ছিল।

    এতে তিনি আরো উল্লেখ করেন, সুপ্রিমকোর্টের আপিল বিভাগে জামায়াতের নিবন্ধন বিষয়ের মামলা বিচারাধীন আছে। স্বাভাবিকভাবেই জনগণের প্রতিনিধিত্বকারী দল হিসেবে নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেওয়ার অধিকার জামায়াতের রয়েছে।

    বিবৃতিতে বলা হয়, আমরা আশা করি, আগামী নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এবং যথাযথ প্রতিনিধিত্বের স্বার্থে জামায়াতে ইসলামীকে সংলাপে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ব্যবস্থা নিবেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close