• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

উৎপল কোথায় কেমন আছে কেউ জানি না

প্রকাশ:  ১৪ নভেম্বর ২০১৭, ১৭:২৫ | আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ২১:৫৯
পীর হাবিবুর রহমান

খেয়ালি বোহেমিয়ান আমাদের রিপোর্টার উৎপলের জন্য মনটা বিষন্নতার চাদরে ঢেকে যায়। উৎপল ফিরে আসেনা। একমাসের উপর উৎপল নিখোঁজ, কেউ তার সন্ধান দিতে পারে না। উৎপলের বাবা ফোন করেন জবাব দিতে পারি না। উৎপলের মা ছেলের জন্য পথ চেয়ে বসে থাকেন, বোনেরা অঝোরে কাঁদে উৎপল ফিরে আসেনা। সাংবাদিকরা রোজ মানববন্ধন করে প্রশাসনের উপর মহল সন্তোষজনক জবাব দিতে পারে না। প্রাণচঞ্চল উৎপল আমাদের বড় আদরের সহকর্মী। অফিসের কাজ ছাড়াও সে নিয়মিত আমার লেখার ডিকটেশন নিতো।

প্রতি বুধবার বাংলাদেশ প্রতিদিনে আমার নিয়মিত কলাম ছাপা হয়।সোমবার রাতে আমার ছোট ভাইয়ের ন্যাম ভবনের ফ্ল্যাটে উৎপল চলে আসত। ডিকটেশন নিতো, সুনামগঞ্জ থেকে যারা আসতেন তাদের আদর কুড়াতো। আমাদের ভাতিজা শিশু বিস্ময় উৎপলের পাগল ছিলো। উৎপল এলেই বিস্ময় তার সঙ্গে সঙ্গে। উৎপল সবার মন কাড়তে জানত।

সম্পর্কিত খবর

    ১০ অক্টোবর অফিস থেকে বের হবার পর থেকেই উৎপল নিখোঁজ। তার আগে আর্জেটিনার খেলা দেখে রাতে আমার এখানে আসার কথা ছিলো কিন্ত সে আসেনি। রাগও করেছিলাম। রিপোর্টার্স ইউনিটি ও কাওরান বাজারে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় সে নিয়মিত ছিলো। এজন্য অফিস করতে পারত না। আমরাও মেনে নিয়েছিলাম। কাজ পাগল ছিলো ,যেখানেই থাকুক কাজ করত। উৎপলকে মিসই করছি না গভীর উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছি। কখন ফিরে আসবে উৎপল? আমাদের উৎপল কোথায় কেমন আছে কেউ জানি না! রাষ্ট্র হঠাত নিখোঁজ এক নাগরিক ও সংবাদকর্মীর সন্ধানও দিতে পারছে না! সবার মনের আকুতি সুহালে উৎপল ফিরে আয়।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close