• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

দুই মাসেও সন্ধান মেলেনি সাংবাদিক উৎপলের

প্রকাশ:  ১০ ডিসেম্বর ২০১৭, ০১:৪১ | আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ০১:৪৮
নিজস্ব প্রতিবেদক

নিখোঁজের দুই মাস পার হলেও সন্ধান মেলেনি সাংবাদিক উৎপল দাসের। গত ১০ অক্টোবর থেকে অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি ডট নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাসের খোঁজ পাওয়া যাচ্ছে না।

উৎপলের নিখোঁজের ঘটনায় তার পরিবার ও প্রতিষ্ঠানের পক্ষে থেকে গত ২২ ও ২৩ অক্টোবর মতিঝিল থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সরকারের বিভিন্ন পর্যায়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন জেষ্ঠ্য সাংবাদিকরা। তবে দুই মাসেও উৎপলের কোনো সন্ধান দিতে পারেননি তারা।

সম্পর্কিত খবর

    এদিকে দীর্ঘ দিনেও উৎপলের সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। উৎপলকে খোঁজে বের করার দাবি নিয়ে প্রতিদিন দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে মানববন্ধন করছেন উদ্বিগ্ন সহকর্মীরা।

    সাংবাদিক উৎপল নিখোঁজের পর মোবাইল ফোনের কললিস্ট ও লোকেশন ট্র্যাক করে পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, সর্বশেষ ১০ অক্টোবর দুপুর ১টা ৪৭মিনিটে ধানমন্ডি এলাকায় উৎপলের মোবাইল সচল ছিল। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close