• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

পেটে গজ রেখে সেলাই

ক্ষতিগ্রস্ত নারীকে ৯ লাখ টাকা দেওয়ার নির্দেশ

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০১৭, ১৪:১৭ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৬:৪২
নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীর নিরাময় ক্লিনিকে ভুয়া চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার নারীকে ৯ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। আগামী ১৪ জানুয়ারির মধ্যে ওই ক্ষতিপূরণ মাকসুদা বেগমকে পরিশোধ করতে হবে।

অভিযুক্ত ভুয়া চিকিৎসক ও ক্লিনিকটিকে এই ক্ষতিপূরণ দিতে হবে। এরমধ্যে চিকিৎসককে দিতে হবে পাঁচ লাখ এবং বাকীটা দিতে হবে ক্লিনিককে। বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরি ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

সম্পর্কিত খবর

    এসময় পটুয়াখালির সিভিল সার্জনের পক্ষে শুনানি করেন আইনজীবী শামসুদ্দিন বাবুল। অন্যদিকে ক্ষতিগ্রস্ত মাকসুদা বেগমের পক্ষে ছিলেন ইমরান এ সিদ্দিক।

    উল্লেখ্য, ভুল চিকিৎসার জন্য মাকসুরা বেগম হাই কোর্টে করা এক আবেদনে ২৮ লাখ ৬৩ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন। ওই আবেদনের প্রেক্ষিতেই বুধবার ওই শুনানি বা আদেশ হয়নি বলেও জানা যায়।

    প্রসঙ্গত, গত মার্চ মাসে সন্তান প্রসবের জন্য মাকসুদা বেগমকে (২৫) বাউফলের নিরাময় ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি কন্যা শিশু হয়। অস্ত্রোপচারের এক মাস পর মাকসুদা পেটে তীব্র ব্যথা অনুভব করায় আবারও ওই ক্লিনিকে যান। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধ দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করেন। দুই মাস পর মাকসুদার অবস্থান অবনতি ঘটলে পটুয়াখালীর এক চিকিৎসকের পরামর্শে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ওই নারী। সেখানে ১২ জুলাই মাকসুদার পেট থেকে গজ বের করা হয়।

    কেকে ‘আগামী নির্বাচনে আমরাই জিতবো’

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close