• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

মিয়ানমারে এক মাসে ৬৭০০ রোহিঙ্গা হত্যা

প্রকাশ:  ১৪ ডিসেম্বর ২০১৭, ১৩:৩১ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৮
আন্তর্জাতিক ডেস্ক

চলতি বছরের আগস্ট আসে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর পরিচালিত অভিযানে এক মাসেই ছয় হাজার সাতশ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে বলে দাবি জানিয়েছে মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ)। বিবিসি।

সংস্থাটি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের উপর জরিপ করে এই প্রতিবেদন প্রকাশ করে। মিয়ানমারের পুলিশ রোহিঙ্গা মৃতের যে সংখ্যা প্রকাশ করেছে, বাস্তবে মৃতের সংখ্যা আরো অনেক বেশি বলেও সংস্থাটির দাবি। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এই হত্যার জন্য ‘সন্ত্রাসী’ গোষ্ঠিকে দায়ী করে আসছে।

সম্পর্কিত খবর

    এমএসএফ সংস্থার মতে, চলতি মাসের আগস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশে ছয় লাখ ৪৭ হাজার রোহিঙ্গা শরণার্থী হিসেবে প্রবেশ করেছে। গত ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মিয়ানমারে অন্তত ৯ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে।

    সংস্থাটি আরো জানায়, ‘সংঘর্ষের শুরুর মাসেই ৬৭০০ রোহিঙ্গার মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৭৩০ জন শিশু ছিল, যাদের সকলের বয়স পাঁচ বছরের কম। রাখাইন রাজ্যের তুলা তলি নামের একটি গ্রামে সবচেয়ে ভয়াবহ নির্যাতন চালানো হয়। মিয়ানমারের সেনাবাহিনীর অত্যাচার প্রশ্নে একটি মামলা আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে তোলা হতে পারে।’

    এমএসএফ মেডিকেল নির্বাহী প্রধান সিডনী ওয়াং বলেন, ‘যা আমরা জানতে পেরেছি তাতে আমরা হতভম্ব। যেভাবে তারা তাদের উপর অত্যাচারের বর্ননা দিচ্ছে তা রীতিমতো ভয়াবহ। শরণার্থীদের মধ্যে অধিকাংশের পরিবারেরই কেউ না কেউ নিহত অথবা আহত।’

    কেকে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close