• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

সুচিকে দেয়া অ্যাওয়ার্ড প্রত্যাহার

প্রকাশ:  ১৪ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৫ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৪:২৫
আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও দেশটির গণতন্ত্রীপন্থী নেত্রী অং সান সুচিকে দেয়া ‘ফ্রিডম অব ডাবলিন সিটি’ অ্যাওয়ার্ড প্রত্যাহার করে নেয়া হয়েছে। রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনায় সমালোচনার কেন্দ্রে থাকায় সুচির এই অ্যাওয়ার্ড ফিরিয়ে নেয়া হয় বলে জানা যায়। বিবিসি।

ভোটের মাধ্যমে আয়ারল্যান্ডের ডাবলিন শহরের কাউন্সিলররা অ্যাওয়ার্ডের তালিকা থেকে সুচির নাম অপসারণ করেন। এর আগে সুচিকে খেতাব দেয়ার প্রতিবাদে পপতারকা বব গেল্ডফ তার ‘ফ্রিডম অব ডাবলিন’ অ্যাওয়ার্ড বর্জন করেন।

সম্পর্কিত খবর

    আয়ারল্যান্ডের সরকারি বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি জানায়, শহরের ৬২ জন কাউন্সিলরদের মধ্যে সুচিকে তালিকা থেকে বাদ দেয়ার পক্ষে ভোট দিয়েছেন ৫৯ জন।

    চলতি বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনা অভিযান শুরু করে দেশটির কর্তৃপক্ষ। ওই অভিযানে বহু রোহিঙ্গা নিহত হওয়ার পাশাপাশি প্রায় আট লাখের বেশি রোহিঙ্গা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করে।

    ওই ঘটনায় কোনো ভূমিকা পালন না করায় সুচি আন্তর্জাতিক সমালোচনা মুখে পড়েন। এর আগে নভেম্বর মাসে সুচির ‘ফ্রিডম অব দ্য সিটি’ খেতাব প্রত্যাহার করে নেয় ইংল্যান্ডের অক্সফোর্ড সিটি কাউন্সিল।

    কেকে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close