• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

ওআইসির সিদ্ধান্ত মানবে না নেতানিয়াহু

প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০১৭, ১২:০৫
আন্তর্জাতিক ডেস্ক

পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে ওআইসির ঘোষণাকে প্রত্যাখ্যান করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, ওআইসি’র বিবৃতি আমাদের খুশি করতে পারেনি, সত্যের জয় হবেই। এদিকে যুক্তরাষ্ট্র এখনো শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতা করতে চায়।

নেতানিয়াহু বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় বলেন, একটা সময় সবাই জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেবেন। সব দেশই তাদের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করবেন। তিনি বলেন, জেরুজালেম কেবল ইসরাইলের রাজধানীই হবে না। আমরা সেখানে সব ধর্মের প্রার্থনার ব্যবস্থা করবো। তার মতে, ফিলিস্তিনের উচিত বাস্তবতা মেনে নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বীকৃতি দেওয়া। চরমপন্থার দিকে না গিয়ে ফিলিস্তিনিদের শান্তির দিকে এগিয়ে যেতে হবে।

সম্পর্কিত খবর

    বুধবার মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এক বিবৃতিতে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে ঘোষণা দেয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কেও স্বীকৃতি দেওয়ার আহবান জানায়।

    হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, এখনো ফিলিস্তিন-ইসরাইল শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতা করতে চায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প ‘বরাবরের মতোই এখনো শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ’ বলে দাবি করেছেন ওই কর্মকর্তা।

    এর আগে গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলি রাজধানীর স্বীকৃতি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর মুসলিম বিশ্বসহ বিশ্বের বিভিন্ন দেশে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ চলছে। এতে প্রায় দুই হাজার মানুষ আহত হয়েছে।

    /নাঈম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close