• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

রংপুর সিটি নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন নেই: এরশাদ

প্রকাশ:  ১৮ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৭
হাসান মাহমুদ, রংপুর

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, রংপুর সিটি নির্বাচন সুষ্ঠু হবে। এ নিয়ে শঙ্কার কিছু নেই। নির্বাচন শান্তিপূর্ণ হবে। সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। আমিও মনে করি এখানে সেনা মোতায়েনের প্রয়োজন নেই।

সিটি কর্পোরেশনে নিজের ভোট দিতে পাঁচ দিনের সফরে রংপুরে এসে সোমবার দুপুরে এরশাদ তার পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন।

সম্পর্কিত খবর

    এরশাদ আরও বলেন, লাঙলে ভোট না দিতে আওয়ামী লীগ প্রার্থীর লিফলেট বিরতণের বিষয়ে জানতে চাইলে এরশাদ বলেন, লিফলেট বিতরণ করে কী হবে। জনগণের রায়ই হবে আসল কথা। আমি যতটুকু জানি, মোস্তফার মতো ভালো লোক নেই। তাই এ নির্বাচনে তারই জয় হবে।

    জাতীয় পার্টি সরকার ও জোটের সাথে থাকলেও রসিক নির্বাচনে কোনো ছাড় নেই-আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে এরশাদ বলেন, আওয়ামী লীগ কী বলেছে জানি না। ছাড় দিক বা না দিক। আমি জানি এখানে লাঙলেরই জয় হবে।

    এবারের নির্বাচনে জনগণ লাঙল প্রতীকে নাকি ব্যক্তি মোস্তফাকে ভোট দেবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, দু’টোই সমান। শুধু প্রতীকে না, ব্যক্তি মোস্তফাকেও মানুষ ভোট দেবে।

    এর আগে বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুরে অবতরণ শেষে সড়ক পথে পল্লী নিবাস বাসভবনে পৌঁছালে দলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

    এসময় এরশাদের ছোট ভাই দলের কো-চেয়ারম্যান জিএম কাদেরসহ কেন্দ্রীয় ও স্থানীয় জাপার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close