• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মনোনয়ন পাবার আগে কারো নৌকা ব্যবহারের সুযোগ নেই: কাদের

প্রকাশ:  ৩০ ডিসেম্বর ২০১৭, ১৯:৩২ | আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ২০:৩৯
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে দল মনোনয়ন দেয়ার আগে কারও নৌকা প্র‌তীক ব্যবহারের সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, কেউ ব্যবহার করলে আওয়ামী লীগ সে‌টি খতিয়ে দেখবে। শ‌নিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টায় মোহাম্মদপুর বিআর‌টি‌সি ডিপো পরিদর্শনে এসে সাংবা‌দিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তি‌নি।

সম্পর্কিত খবর

    বি‌জিএমই এর সাবেক সভাপ‌তি আ‌তিকুল ইসলাম ডিএন‌সি‌সি নির্বাচনে নৌকা প্র‌তীকে আওয়ামী লীগের প্রার্থী দা‌বি করে প্রচারণা চালাচ্ছেন। বিষয়‌টি নিয়ে দলের সাধারণ সম্পাদকের বক্তব্য জানতে চাইলে কাদের বলেন, আমরা বিএন‌পির মতো নই যে বাবা ছেলের নাম ঘোষণা করবে।

    তি‌নি বলেন, আওয়ামী লীগে বিভ্রান্তি সৃ‌ষ্টির সুযোগ নেই। ইউ‌নিয়ন চেয়ারম্যানের ক্ষেত্রেও দলীয় মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেয়।

    ওবায়দুল কাদের বলেন, আমাদের মনোনয়ন মনোনয়ন বোর্ড দেবে প্রার্থী। ‌শি‌ডিউল ঘোষণার পর এ সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে কেউ হয়তো নৌকা প্র‌তীক ব্যবহার করে ব্যানার লা‌গিয়েছে। সেটা আমরা খ‌তিয়ে দেখবো।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close