• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

‘বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়’

প্রকাশ:  ০১ জানুয়ারি ২০১৮, ১৫:৫৬ | আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৬:১১
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

সমাবেশের মাধ্যমে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের আয়োজনে 'শুভ নবর্ষের অঙ্গীকার-প্রতিহত কর চিহ্নিত সন্ত্রাসী বিএনপি-জামায়াত রাজাকার' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত খবর

    প্রধান অতিথির বক্তব্যে সাবেক এই মন্ত্রী বলেন, 'বিএনপির দিক থেকে জনগণ আজ মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ তাদের সকল কর্মসূচি ক্ষমতায় যাওয়াকে কেন্দ্র করে। তারা মানুষ পুড়িয়ে, পেট্রোল মেরে ক্ষমতায় যেতে চায়। বিএনপির এসব জ্বালাও-পোড়াও কর্মসূচির কারণে জনগণ আজ ভীত, তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।'

    নতুন বছরে বিএনপির কাছে প্রত্যাশা করে হাছান মাহমুদ বলেন, 'আমরা আশা করবো বিএনপি অতীতের ধ্বংসাত্মক রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে অপরাজনীতি বা বিশৃঙ্খল রাজনীতি থেকে বেরিয়ে আসবে বলে নতুন বছরে প্রত্যাশা করি।'

    বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অনুজ সরকার রানা, অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।

    মায়ের পুরনো চিঠি পড়ে কাঁদলেন সোহেল তাজ

    /সাজিদ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close