• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গণতন্ত্র ফেরানোই নতুন বছরের চ্যালেঞ্জ: ফখরুল

প্রকাশ:  ০১ জানুয়ারি ২০১৮, ১৫:৫৮ | আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৬:১৯
নিজস্ব প্রতিবেদক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনা এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন নতুন বছরের বড় চ্যালেঞ্জ। সঙ্কট নিরসনে সংলাপের বিকল্প নেই।

সোমবার বিকালে শেরেবাংলা নগরে প্রয়াত নেতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় বিএনপি ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপি নেতা নাজিমউদ্দিন আলম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও ছাত্রদল সভাপতি রাজিব আহসান ছাড়াও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

    মির্জা ফখরুল বলেন, এমপিও ভুক্তির দাবিতে নন এমপিও ভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনে আমাদের সর্মথন রয়েছে।

    ৫ জানুয়ারি সোহরাওর্য়াদি উদ্যানে বিএনপির সমাবেশের কথা তুলে ধরে তিনি বলেন, নামসর্বস্ব একটি দলকে সোহরাওর্য়াদি উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। আমরাও আশাকরছি অনুমতি পাব।

    /মজুমদার

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close