• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

খসড়া ভোটার তালিকা প্রকাশ মঙ্গলবার

প্রকাশ:  ০১ জানুয়ারি ২০১৮, ২৩:৫৮
নিজস্ব প্রতিবেদক

সারাদেশে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার নির্বাচন কমিশনের পরিচালক জনসংযোগ এস এম আসাদুজ্জামান বলেন, আগামীকাল মঙ্গলবার এ তালিকা প্রকাশ করা হবে। জেলা নির্বাচন অফিস, ওয়ার্ড অফিসসহ গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানে থাকবে এ খসড়া তালিকা। দাবি-আপত্তি ও সংশোধনীর জন্য আবেদন নিষ্পত্তি শেষে ৩১ জানুয়ারি চূড়ান্ত হবে এ ভোটার তালিকা।

সম্পর্কিত খবর

    ইসি থেকে জানা গেছে, ২০১৭ সালের হালনাগাদে ২০১৮ সালের ১ জানুয়ারি ১৮ বছর বা তার বেশি বয়সী যারা ভোটার নিবন্ধিত হয়েছে তারাই এবার তালিকাভুক্ত হবে। ২০১৫ সালে কম বয়সী যাদের তথ্য নেওয়া হয়েছিল ও ২০১৭ সালে যারা নিবন্ধিত হয়েছে এমন ৪২ লাখেরও বেশি ভোটার খসড়া তালিকায় যুক্ত হচ্ছে।

    হালনাগাদ ভোটার তালিকার ঘোষিত সময়সূচির বিষয়ে এস এম আসাদুজ্জামান জানান, ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ, ভোটারদের দাবি আপত্তি ও সংশোধনের জন্য আবেদনের শেষ সময় ১৭ জানুয়ারি, নিষ্পত্তির শেষ সময় ২২ জানুয়ারি ও নিষ্পত্তি শেষে সিদ্ধান্ত ২৭ জানুয়ারির মধ্যে এবং চূড়ান্ত হালনাগাদ তালিকা প্রকাশ ৩১ জানুয়ারি।

    ইসি কর্মকর্তারা জানান, রেজিস্ট্রেশন অফিসার ও অন্য কর্মকর্তাদের স্বাক্ষরসহ হালনাগাদ ভোটার তালিকার খসড়া সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিস, ইউনিয়ন পরিষদ/পৌরসভা, ওয়ার্ড অফিস, ক্যান্টনমেন্ট বোর্ড অথবা রেজিস্ট্রেশন কেন্দ্র অথবা জনগুরুত্বপূর্ণ স্থানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে।

    ইসি সূত্রে জানা গেছে, বিদ্যমান তালিকায় ১০ কোটি ১৮ লাখের বেশি ভোটার রয়েছে। তা থেকে হালনাগাদে বাদ যাবে মৃত অন্তত ১৫ লাখ ২৭ হাজারেরও বেশি ভোটার।

    ২০১৭ সালের হালনাগাদে নিবন্ধিত ৩৩ লাখ ২৮ হাজারেরও বেশি নাগরিকের বাইরে ২০১৫ সালে ১৫ বছর বয়সী ৯ লাখ ৬২ হাজার নাগরিকের তথ্য নেওয়া হয়েছিল; তারাই ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকায় স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হচ্ছে।

    সেই হিসাবে ২০১৮ সালের জানুয়ারিতে দেশের ভোটার সংখ্যা দাঁড়াবে প্রায় ১০ কোটি ৪৬ লাখের বেশি। এসব ভোটার এ বছরের শেষ দিকে একাদশ সংসদ নির্বাচনে ভোট দেবে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close