• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

রাজধানীতে ছাত্রদলের অনুষ্ঠানে ককটেল বিস্ফোরণ

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০১৮, ১৩:১৮ | আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৩:২১
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে মঙ্গলবার সকালে ছাত্রদলের আয়োজিত ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ককটেল বিস্ফোরিত হয়েছে। এই বিস্ফোরণে কেউ আহত হয়নি বলে জানা যায়।

ককটেল বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

    জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের ক্যানটিনের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনার পরপরই উপস্থিত ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে ছোটাছুটি করেন।

    উপস্থিত কয়েকজন নেতা-কর্মী জানান, অনেকদিন ধরে ছাত্রদলের এক এলাকায় কমিটি না দেয়ার কারণে একটি গ্রুপ এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এদিকে ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    এবিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে কোনো অভিযোগ এখনো করা হয়নি। তবে কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

    কেকে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close