• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নতুন বছরে আওয়ামী লীগের ৩ পরিকল্পনা

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০১৮, ১৯:০৮ | আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৯:১৩
উৎপল দাস

শুরু হয়েছে ইংরেজি নতুন বছর। ঘটনাবহুল ২০১৭ সালকে পেছনে ফেলে নতুন বছরে মূল ৩টি পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ৯ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নকে সামনে রেখে পরিকল্পনাগুলো সাজানো হয়েছে বলে পূর্বপশ্চিমকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্ণেল (অব.) ফারুক খান। এছাড়া দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ একই পরিকল্পনার কথা জানিয়েছেন।

পূর্বপশ্চিমবিডি.নিউজের সঙ্গে আলাপকালে ফারুক খান বলেন, নতুন বছর ভোটের বছর। সারা বছর জুড়েই ভোট উৎসব চলবে। আওয়ামী লীগ টানা ৩ বারের মতো ক্ষমতায় আসবে বলেও বিশ্বাস করি। জনগণ উন্নয়নের পক্ষেই রয়েছেন। মূলত তরুণ ভোটারদের নিজের দলের পক্ষে টানা, বর্তমান মহাজোট সরকারের ব্যাপক উন্নয়নকে সামনে তুলে ধরে ভোটারদের কাছে টানা এবং আওয়ামী লীগের তৃণমূল সংগঠিত করা। এই মূল ৩ পরিকল্পনাকে কাজে লাগিয়ে আগামী একাদশ জাতীয় নির্বাচনে ব্যালট বিপ্লবে আওয়ামী লীগ জয়ী হবে বলে জানান ফারুক খান।

সম্পর্কিত খবর

    মাহবুবুল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ আগামী একাদশ নির্বাচনে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে এবং সংবিধানকে সমুন্নত রেখে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় থাকবে। নির্বাচন সফল করতে আওয়ামী লীগের তৃণমূলে কোনো ধরণের কোনো সমস্যা থাকতে দেয়া হবে না। সবাইকে বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে এক হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে, আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও কেন্দ্রীয় নেতারা সারাদেশ চষে বেড়াচ্ছেন। আশা করছি কোনো সমস্যা তৃণমূলে থাকবে না। একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিজয় কেউ ঠেকাতে পারবে না।

    কেকে/

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close