• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রিমান্ড শেষে কারাগারে কল্যাণ পার্টির মহাসচিব

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০১৮, ২৩:৫১
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

নিখোঁজের চার মাস পর গ্রেফতার বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার তৃতীয় দফা রিমান্ড শেষে আমিনুর রহমানকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই আবু জাফর। এসময় তিনি মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুর রউফ মিয়া জামিন আবেদন করেন।

সম্পর্কিত খবর

    উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী জামিন নামঞ্জুর করে আমিনুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    গত ২৩ ডিসেম্বর চার দিন এবং ২৮ ডিসেম্বর দুই দিন এবং ৩১ ডিসেম্বর তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

    গত বছরের ২৭ আগস্ট রাজধানীর নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে ‘নিখোঁজ’ হন আমিনুর রহমান। তারপর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি। ২২ ডিসেম্বর শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close