• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

আমি কুম্ভ রাশির জাতক: মঞ্জু

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০১৮, ১৮:০৬ | আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৯:২৭
নিজস্ব প্রতিবেদক

দপ্তর বন্টনের পর পানি সম্পদ মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাপ্ত মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, আমি কুম্ভ রাশির জাতক, কাজের লোক। দপ্তর কেন বদল হয়েছে তা জানি না। বলতে পারব না। উনি (প্রধানমন্ত্রী) হর্তা কর্তা বিধাতা, উনি সব নির্ধারণ করেন। বুধবার দপ্তর বন্টনের পর একটি নিউজ পোর্টালকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আজ বুধবার (৩ জানুয়ারি) মন্ত্রিসভার দফতর পুনর্বণ্টন করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে সরিয়ে আনোয়ার হোসেন মঞ্জুকে দেওয়া হয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব।

সম্পর্কিত খবর

    উল্লেখ্য, কেবল আনোয়ার হোসেন মঞ্জুই নয়, সরকারের চলমান মন্ত্রিসভার পুরনো আরও দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে আনোয়ার হোসেন মঞ্জুর পুরনো দফতর বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আনিসুল ইসলাম মাহমুদকে। এছাড়া, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে রাশেদ খান মেননকে দেওয়া হয়েছে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব। আর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমকে তথ্য প্রতিমন্ত্রী করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) শপথ নেওয়া নতুন তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর দফতরও বণ্টন করা হয়েছে। /মজুমদার

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close