• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

‘দরকষাকষি হলেও দিন শেষে আমরা আ. লীগ’

প্রকাশ:  ০৪ জানুয়ারি ২০১৮, ১৬:৫৮ | আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৭:৪১
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও নবনিযুক্ত সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে। আগামী নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে আশা প্রকাশ করে মেনন বলেন, আগামী নির্বাচনে বিএনপিও অংশ গ্রহণ করবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এতে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা লিখিত বক্তব্য পাঠ করেন।

সম্পর্কিত খবর

    রাশেদ খান মেনন দৃঢ়তার সঙ্গে বলেন, ‘অসাম্প্রদায়িক, গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এবারো আমরা ঐক্যবদ্ধভাবে মহাজোট নির্বাচনে অংশগ্রহণ করবো।’ বিচ্ছিন্নভাবে নির্বাচন করলে উন্নয়নের ধারা ব্যাহত হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

    সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে মেনন বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের ঐক্যের ব্যাপারে কোন দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহের অবকাশ নেই। জাতীয় নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে দরকষাকষি হতে পারে, কিন্তু দিন শেষে আমরা আওয়ামী লীগ। দলের নেতৃত্বে ১৪ দল মহাজোটের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবো।

    /সাজ্জাদ

    ভোটযুদ্ধে ‘তুরুপের তাস’ হতে চান এরশাদ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close