• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জন্মদিনে যে কারণে দুঃখ প্রকাশ করলেন সোহেল তাজ

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০১৮, ০৯:৩৭ | আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ০৯:৪৭
নিজস্ব প্রতিবেদক

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এবং সৈয়দা জোহরা তাজউদ্দীন এর সর্বকনিষ্ঠ সন্তান তানজিম আহমেদ সোহেল তাজ। আজ তিনি ৪৮ এ পা দিয়েছেন। অস্থির, অশান্ত সময়ে ১৯৭০ সালের এই দিনে তিনি গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় এই রাজনীতিবিদ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জন্মদিনে তিনি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফেসবুক ভেরিফাইড পেইজে। সোহেল তাজ লিখেছে, ‘সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্যে। সময়ের সল্পতার কারণে সবার মেসেজের জবাব দেওয়া সম্ভব হচ্ছে না বলে দুঃখিত।’

সম্পর্কিত খবর

    উল্লেখ্য, সোহেল তাজ ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। ২০০৯ সালের ৩১ মে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ।

    /নাঈম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close