• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে নিহত ১৩

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০১৮, ১১:৪৬
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফ্লোরিডা, জর্জিয়া ও দক্ষিণ ক্যারোলিনায় শীতকালীন ঝড়ের আঘাতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে ইতোমধ্যে দেশটিতে।

গত বুধবার থেকে শুরু হওয়া ঝড়ে ইতোমধ্যেই উপদ্রুত এলাকার বাসিন্দাদের জরুরি অবস্থার আওতায় আনা হয়েছে। এছাড়াও জর্জিয়ার দক্ষিণের ২৮ টি এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে, ফলে বাতিল করা হয়েছে পাঁচ হাজারের বেশি ফ্লাইট।

সম্পর্কিত খবর

    এদিকে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়টি পূর্ব উপকূলের দিকে যাওয়ার সময় ‘বোমা’ সদৃশ সাইক্লোনে পরিণত হতে পারে। যার ফলে ৩০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে।

    দেশটির স্বাস্থ্য অধিদপ্তর থেকে আশঙ্কা করা হচ্ছে যে, শীতের কারণে কিছু রোগ ছড়িয়ে পড়তে পারে নিউ ইংল্যান্ডসহ বেশ কিছু রাজ্যে। অনির্দিষ্টকালের জন্য ওই অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

    জানা যায়, উপকূলবর্তী অঞ্চলে ৫০ থেকে ৮০ মাইল প্রতি ঘণ্টাবেগে বইছে ঝড়ো বাতাস। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে তুষারপাত।

    কেকে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close