• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সমাবেশের অনুমতি না পাওয়ায় শনিবার বিএনপির বিক্ষোভ

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০১৮, ১২:১৯ | আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১২:২৫
নিজস্ব প্রতিবেদক

৫ ই জানুয়ারি গণতন্ত্র হত্যা দিব‌স পালন কর‌তে না দেয়ার প্রতিবা‌দে শনিবার (৬ জানুয়ারি) ঢাকা মহানগ‌রের থানায় থানায় বি‌ক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শুক্রবার সকাল ১১টায় দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা করেন।

সম্পর্কিত খবর

    ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনকে ঘিরে দিনটিকে ‘গণতন্ত্রের হত্যা দিবস’ হিসেবে আখ্যা দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে দলটি। সে লক্ষ্যে শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করে বিএনপি। কিন্তু এদিন একই স্থানে ইউনাইটেড ইসলামিক পার্টিকে সমাবেশের অনুমতি দেওয়ায় বিএনপিকে প্রত্যাখ্যানের কথা জানায় ডিএমপি।

    পরে দলটি পল্টনে সমাবেশের অনুমতি চাইলে পুলিশ বলে, পল্টনে সমাবেশ করার সুযোগ নেই। এ বিষয়ে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শিবলী নোমান বলেন, পল্টনে কারো সমাবেশ করার সুযোগ নেই। রাস্তার উপর সমাবেশ করা সম্ভব নয়। তাছাড়া রাস্তা সিটি করপোরেশনের, আমরা অনুমতি দিতে পারি না।

    /নাঈম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close