• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ছাত্রলীগের সংঘর্ষের জের ধরে কুমিল্লা মেডিকেল বন্ধ ঘোষণা

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০১৮, ১৬:৫০ | আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৭:২০
কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের শুক্রবার বিকাল ৪টার মধ্যে ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বলেন, নবীন বরণ অনুষ্ঠান নিয়ে দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার গভীর রাতে ছাত্রদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

সম্পর্কিত খবর

    পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আগামী ১১ জানুয়ারি পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকাল ৪টার মধ্যে সবাইকে হল ছেড়ে যেতে হবে।

    ক্যাম্পাসে গিয়ে বেলা ১১টার দিকেই পুলিশের উপস্থিতে ছাত্রদের হল থেকে বের করে দিতে দেখা যায়।

    রাতের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে জানিয়ে উপাধ্যক্ষ জাহাঙ্গীর বলেন, তাদের মধ্যে পঞ্চম বর্ষের তৌফিকুল ইসলাম ও ইরফানুল হকের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    আহত অন্যদের মধ্যে ফয়সাল আমিন (১৭), মনির হোসেন (১৭), ইফতেখার (২০), পিয়াল (১৭), তানিম নূর (১৭), পারভেজ (২০), সগির (২০) ও আশিষ দাসকে কুমিল্লায় ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন উপাধ্যক্ষ জাহাঙ্গীর। সংঘর্ষের বিষয়টি খতিয়ে দেখতে সাত সদস্যর তদন্ত দল গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

    /তুহিন/

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close