• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নিজ বোমায় নিজেই কুপোকাৎ কিম জং উন

প্রকাশ:  ০৬ জানুয়ারি ২০১৮, ১১:২৯
আন্তর্জাতিক ডেস্ক

গত বছর জুরেই উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য ক্ষমতাধর দেশগুলোকে অনেকটাই চাপের মধ্যে রাখে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে দেশটির উপর মার্কিন নিষেধাজ্ঞাও জারি করা হয়। কোনো কিছুই থামাতে পারেনি উত্তর কোরিয়াকে। কিন্তু এবার নিজেদের করা বোমা পরীক্ষায় নিজেরাই ধরা খেল দেশটি।

সম্প্রতি হওয়াসাং-১২ নামের ইন্টারমিডিয়েট ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। উৎক্ষেপণের কিছুক্ষন পরেই দেখা দেয় বিপত্তি। ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ না হওয়ায় তা দেশটির রাজধানী থেকে কিছু দূরের একটি গ্রামে আঘাত হানে। যদিও এই ঘটনায় ঠিক কত সংখ্যক মানুষ আহত বা নিহত হয়েছে তা প্রকাশ করেনি দেশটি।

সম্পর্কিত খবর

    যুক্তরাষ্ট্র এবিষয়ে জানিয়েছে, উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি ৪৩ মাইল উপরে উঠে ২৪ মাইল যেতে না যেতেই গোলযোগ দেখা দেয়। আর এই গোলযোগের কারণে ক্ষেপণাস্ত্রটি নিজেদের শহরেই আছড়ে পড়ে।

    জানা যায়, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে ৯০ মাইল দূরে তাকচোন নামের একটি ছোটো শহরে বোমাটি বিস্ফোরিত হয়। যদিও এর বেশি কোনো তথ্য জানা যায়নি।

    তবে ধারণা করা হচ্ছে, বোমার আঘাতে শহরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরটিতে মোট দুই লাখ বাসিন্দার বসবাস বলেও জানা যায়।

    কেকে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close