• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কঙ্গোতে বন্যায় নিহত ৪৪

প্রকাশ:  ০৬ জানুয়ারি ২০১৮, ১২:২১
আন্তর্জাতিক ডেস্ক

আফ্রিকার দেশ কঙ্গোতে বন্যা পরিস্থিতি সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ৪৪ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক মিডিয়া। স্থানীয় সময় বুধবার রাত থেকে ভূমিধসের ঘটনা শুরু হলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

ভূমিধসের কারণে দেশটির গ্যালিমার বস্তি এলাকার অনেক ঘড়বাড়ি ভেসে যায়। এতে স্থানীয় অনেকে গৃহহীন হয়ে পড়েছেন। টানা বৃষ্টিপাতের কারণেই এ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রী ডমিনিকো ওয়েলোলি জানান, উপদ্রুত এলাকায় উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে এবং মৃতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত খবর

    মন্ত্রী আরো জানান, নিহতদের মধ্যে অধিকাংশই দেয়াল চাপা, ভূমিধস এবং পানিতে ডুবে মারা গেছেন। বৃহস্পতিবার সকাল থেকে কিনশাশায় বৃষ্টিপাত শুরু হলে টানা কয়েক ঘণ্টা ধরে চলে।

    কিনশাশার দশটি জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। যে কারণে জেলাগুলোতে ঠিক কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিছু এলাকায় বিদ্যুৎ ও পানির সংস্পর্শে দুর্ঘটনার সংবাদ পাওয়ায়, সরকারি সিদ্ধান্তেও কিছু এলাকার বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।

    কেকে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close