• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

একজন আদর্শিক রাজনীতিক ও সাবেক এমপি ইউসুফের করুণ পরিণতি, কার লজ্জা?

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০১৮, ০০:২৮ | আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ০০:৩৬
আকমল হোসেন

চট্টগ্রামের সাবেক এমপি মোহাম্মদ ইউসুফের জীবনের পরিণতি আজ করুণ। চট্টগ্রাম-৭ আসন থেকে ১৯৯১ সালের নির্বাচনে ৮ দলীয় জোটের প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছিলেন। আজীবন কমিউনিস্ট সংসদ সদস্য মোহম্মদ ইউসুফের সতীর্থদের কেউ কেউ পরে বিএনপিতে যোগ দেন। কেউ যান গণফোরোমে, আর তিনি যোগ দিয়েছিলেন আওয়ামী লীগে।

বাবার দ্বিতীয় পক্ষের সন্তান মোহাম্মদ ইউসুফ সারাজীবন দুঃখী মানুষের জন্য রাজনীতি করেছেন। নিজের যেটুকু সম্পদ তাও মানুষকে দান করেছেন। এখন তিনি নিজেই মানবেতর জীবনযাপন করছেন। সারাজীবন সততার রাজনীতি করে পথ হাঁটা মানবমুক্তির এই বাম নেতা এখন না পাচ্ছেন খাবার, না পাচ্ছেন চিকিৎসা। কেউ তার খবর নেয় না, কি বিত্তশালীগণ, কি রাজনীতিবিদগণ। পায়ে ঘাঁ নিয়ে গলায় গামছা ঝুলিয়ে ময়লা শার্ট লুঙ্গি পরে জীর্ণশীর্ণ কুটিরের বারান্দার বসে থাকেন তিনি। কি যে ভাবেন? কেউ তা জানে না।

সম্পর্কিত খবর

    একজন আদর্শ রাজনীতিবিদ ও সাবেক এমপির করুণ পরিণতি কার লজ্জা?

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close