• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যাদের কড়া হুঁশিয়ারি দিলেন শেখ হাসিনা

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০১৮, ০১:৩৭ | আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ০১:৩৯
উৎপল দাস

আগামী একাদশ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ও যে সকল নেতা বর্তমান এমপিদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন তাদের জন্য কড়া হুঁশিয়ারি উচ্চারণে করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির বৈঠকে তিনি এ হুুঁশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছে বৈঠকে উপস্থিত একাধিক সূত্র।

সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। কিন্তু বর্তমান দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে যারা কুৎসা রটাচ্ছে তাদের সতর্ক করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী। দলের মধ্যে কোনো ধরণের কোন্দল সহ্য করা হবে না বলেও জানান তিনি।

সম্পর্কিত খবর

    সূত্র আরো জানিয়েছে, আগামী নির্বাচনকে সামনে রেখে সারাদেশে নির্বাচনী সমাবেশে যোগ দিবেন তিনি। সব বিভাগীয় শহরে তিনি জন সমাবেশ করবেন। খুলনা, বরিশাল, সিলেটসহ সব বিভাগীয় সফরে যাবেন শেখ হাসিনা। তবে যেসকল বিভাগের সিটি করপোরেশন নির্বাচন হয়নি তার তফসিল ঘোষণার আগেই সফর শেষ করবেন তিনি।

    চলতি মাসের শেষ সপ্তাহ থেকে এ সফর শুরু হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close