• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে প্রতারণা, অতপর...

প্রকাশ:  ১০ জানুয়ারি ২০১৮, ২২:৩২ | আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ০০:২০
গাজীপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী পুত্র এবং তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের গাড়িচালক পরিচয়ে খাসজমি বন্দোবস্তের চেষ্টা করে এক যুবক গ্রেফতার হয়েছেন।

বুধবার বিকেলে গাজীপুর জেলা রাজস্ব কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সম্পর্কিত খবর

    গ্রেফতার আব্দুল আজিজ (৪৫) রংপুরের পীরগঞ্জের লালদীঘি পশ্চিম পাড়া এলাকার আফতাব উদ্দিনের ছেলে।

    গাজীপুর জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের ভাষ্য, বিকেলে আজিজ জেলা রাজস্ব অফিসে এসে নিজেকে সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত গাড়িচালক পরিচয় দেন। পরে কাশিমপুর মৌজার কয়েক একর খাস জমি বন্দোবস্ত নেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব লুৎফুর রহমানের জাল স্বাক্ষরিত চিঠি, গাজীপুরের আরডিসি ও কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদারের জাল স্বাক্ষরসহ বিভিন্ন চিঠি ও নথি উপস্থাপন করেন এবং দ্রুত বন্দোবস্ত দেওয়ার জন্য চাপ দেন। এসময় তার আচরণ সন্দেহ হলে যাচাই করে দেখা যায় ড্রাইভিং লাইসেন্সসহ সঙ্গে থাকা সব কাগজপত্র জাল। পরে তাকে জয়দেবপুর থানায় সোপর্দ করা হয়।

    জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিলাদুন নবী জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে রাজস্ব অফিসের অফিস সহায়ক জাকারিয়া বাদী হয়ে জালিয়াতি মামলা (নং-৩৫) করেছেন। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close