• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

আ. লীগের বৈধ উপ কমিটি দুইটি, সদস্য ৮৪ জন

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০১৮, ২৩:১৭
উৎপল দাস

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বৈধ উপ-কমিটির সংখ্যা মাত্র দুইটি। গত বছর প্রথমে প্রচার ও প্রকাশনা উপ কমিটি এবং এর কয়েক মাস পর ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটি দেয়া হয়। এ দু’টোই আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটি হিসাবে স্বীকৃত আছে। কারণ দু’টি কমিটিরই অনুমোদন দিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুই কমিটিতে মোট সদস্য রয়েছেন মাত্র ৮৪ জন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামকে চেয়ারম্যান এবং আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদকে সদস্য সচিব করে ২০১৬-২০১৯ মেয়াদে এ উপ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ঠাঁই পেয়েছেন ৩১ জন সদস্য। এরপর একই মেয়াদে ২য় কমিটি হিসাবে ফখরুল ইসলাম মুন্সিকে চেয়ারম্যান এবং আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীকে সদস্য সচিব করে ৫৩ সদস্যের উপ কমিটির অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক। এমনকি তাদের সঙ্গে ওবায়দুল কাদের নিজেও বৈঠক করেছেন।

সম্পর্কিত খবর

    উল্লেখ্য, কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ ফেসবুকে প্রকাশ পায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিভিন্ন উপ কমিটির সদস্য এবং সহ-সম্পাদকের তালিকা। যা নিয়ে চরম বির্তকের মুখে পড়তে হয়েছে তাকে। ফলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে গোলাপের স্বাক্ষরিত সব উপ কমিটি এবং সহ-সম্পাদক বাতিল করার কথা জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি আরো জানিয়েছেন আগামী তিন মাসের মধ্যে নতুন করে ত্যাগী নেতাদের মূল্যায়ণ করে নতুন উপ কমিটি ঘোষণা করা হবে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close