• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

রিমান্ডের পর অসুস্থ ছাত্রদল নেতার মৃত্যু: বিএনপির প্রতিবাদ

প্রকাশ:  ১২ মার্চ ২০১৮, ১৪:১৯ | আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৪:৫১
নিজস্ব প্রতিবেদক

তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সভাপতি জাকির হোসেন মিলন আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারাগেছেন। কেরানীগঞ্জ কারাগার থেকে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার সংবাদ মাধ্যমে পাঠানে বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

সম্পর্কিত খবর

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ,“ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী ছাতদলের সহ-সভাপতি ও তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনকে গত ৬ মার্চ ২০১৮ গ্রেফতার করার পর দিন আদালতে হাজির করে রমনা থানা পুলিশ কর্তৃক রিমান্ডের আবেদন করা হলে ৮ মার্চ ২০১৮ থেকে রমনা থানায় তাকে রিমান্ডে নেয়া হয়। পরবর্তীতে তাকে ডিবি কার্যালয়ে রিমান্ডে নেয়া হয়। টানা তিন দিন রিমান্ডে থাকার পর আজ ভোরে কারাগারে তার মর্মান্তিক মৃত্যু হয় (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।”

    রিমান্ডে নিয়ে নির্যাতন ও কারাগারে চিকিৎসা না দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে এমন অভিযোগ এনে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল ।

    /আজাদ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close