• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রকাশ:  ১৪ মার্চ ২০১৮, ১৩:০৭
নিজস্ব প্রতিবেদক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিতের পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন সুপ্রিম কোর্টের বিএনপি সমর্থিত আইনজীবীরা।

বুধবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীরা মিছিল করেন। এসময় তারা মিছিল নিয়ে আইনজীবী সমিতি ভবন প্রদক্ষিণ করেন। মিছিল চলাকালে তারা প্রধান বিচারপতির বিরুদ্ধে স্লোগান দেন।

সম্পর্কিত খবর

    অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল, আবেদ রাজা, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, ব্যারিস্টার কায়সার কামালসহ বিএনপি সমর্থিত আইনজীবীরা এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।

    এর আগে সকাল সোয়া ৯টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ খালেদা জিয়ার জামিন স্থগিত করে রবিবার শুনানির জন্য দিন নির্ধারণ করেন।

    শুধু দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খানের বক্তব্য শুনে আদেশ দেওয়ার পর আদালতের ভেতরেই ক্ষোভ প্রকাশ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এক পর্যায়ে আদালত কক্ষ থেকে লজ্জা লজ্জা বলে বের হয়ে আসেন বিএনপিপন্থী আইনজীবীরা।

    এরপর আদালত থেকে বেরিয়ে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন,‘আমাদের বক্তব্য না শুনে দেশের সর্বোচ্চ আদালত এই ধরনের আদেশ দিয়েছে। এই আদেশে আমরা ব্যথিত। এই আদালতের আদেশের বিষয়ে কী ভাষায় আপনাদের কাছে বর্ণনা করবো, তা আমরা বর্ণনা করতে পারছি না।’

    /এ-জেড

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close