• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

শেয়ারবাজারে ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের বিক্ষোভ

প্রকাশ:  ১৪ মার্চ ২০১৮, ১৪:৩৮ | আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৪:৫৭
নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের বিক্ষোভ চলছে। বুধবার দুপুরেও তারা বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ করে।

এসময় তারা বলেন, সিকিউরিটি একচেন্জ কমিশন লুটেরাদের বিচার করতে ব্যর্থ। তাদের ব্যর্থতার কারণেই শেয়ারবাজারে ধারাবাহিক দর পতন।

সম্পর্কিত খবর

    তারা অভিযোগ করেন, সিকিউরিটি একচেন্জ কমিশন দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয়ায় আজকের এ অবস্থা। তারা বলেন, ইব্রাহিম খালেদ তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিক্ষোভকারীরা অবিলম্বে সিকিউরিটি একচেন্জ কমিশন চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন।

    এসময় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রহমান চৌধুরী বলেন, ২০১০ সালের পর থেকে অব্যাহত দরপতন হলেও কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তিনি বলেন, প্রজ্ঞাপন জারি করে অপ্রদর্শিত অর্থ শেয়ার মার্কেটে বিনিয়োগের সুযোগ দেয়া হোক।

    /এসএম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close