• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কোম্পানীগঞ্জে বন্দুক যুদ্ধে দস্যু প্রধান নিহত

প্রকাশ:  ১৬ মার্চ ২০১৮, ১১:৪২ | আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১১:৫৪
কোম্পানীগঞ্জ নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে ইব্রাহিম মাঝি (৪৭) নামের এক জলদস্যু প্রধান নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ ভোর ৪টার দিকে চরবালুয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মাঝি চরএলাহী ইউনিয়নের চরআমজাদ গ্রামের মৃত ছেরাজুল হক প্রকাশ ছেরাজ কামলার ছেলে।

সম্পর্কিত খবর

    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে।

    আসাদুজ্জামান জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো বিস্তারিত কোন তথ্য জানা যায়নি।

    উল্লেখ্য, চট্টগ্রামের সন্দ্বিপ, উরিরচর, কোম্পানীগঞ্জের চরএলাহী, চরবালুয়া’সহ পাশ্ববর্তী এলাকায় জনগনের মধ্যে আতংকের নাম ছিল ইব্রাহিম মাঝি। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজী, ধর্ষণ’সহ বিভিন্ন ঘটনায় চট্টগ্রাম, সন্দ্বিপ, মহেশখালি, ফেনী, নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

    ওএফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close