• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাজধানীতে ডাকাত -পুলিশ গুলি বিনিময়

প্রকাশ:  ১৭ মার্চ ২০১৮, ১২:০০ | আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১২:৫৬
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কদমতলী এলাকায় ডাকাতের সঙ্গে গুলিবিনিময়ের ঘটানা চার জন আহত হয়েছেন।

পুলিশের গুলিতে আবদুর রশিদ নামে এক ডাকাত আহত ও ডাকাতদের ছোঁড়া গুলিতে আহত হয়েছেন দুই পুলিশ ও এক আনসার সদস্য। তাদের মধ্যে সোহাগ রানা পুলিশের উপপরিদর্শক।

সম্পর্কিত খবর

    শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। আহত ডাকাত আবদুর রশিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

    কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, রাত সাড়ে তিনটার দিকে কদমতলী থানার ওয়াসা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন আবদুর রশিদসহ কয়েকজন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।

    এতে ডাকাতদের ছোঁড়া গুলিতে পুলিশের এসআই সোহাগ রানা, একজন কনেস্টেবল এবং একজন আনসার সদস্য আহত হয়েছে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি করলে একটি গুলি ডাকাত আবদুর রশিদের বাম পায়ের হাটুতে লাগে।

    উপপরিদর্শক নজরুল ইসলাম আহত আবদুর রশিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় আহত পুলিশ সদস্যদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আবদুর রশিদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।

    /এ-জেড

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close