• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

বঙ্গবন্ধুর ভাষণ বাজানোয় ‘প্রাণ নাশের হুমকি’

প্রকাশ:  ১৭ মার্চ ২০১৮, ২০:৫০ | আপডেট : ১৭ মার্চ ২০১৮, ২১:০১
জয়পুরহাট প্রতিনিধি

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনসহ দেশাত্ববোধক গান বাজানোর জন্য জয়পুরহাট সদর উপজেলার হানাইল বম্বু গ্রামের মৃত আব্দুস সাত্তার মন্ডলের ছেলে ওসমান আলীকে মোবাইল ফোনে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি জয়পুরহাট সদর থানায় একটি সাধারন ডায়েরী করে শনিবার বিকেলে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

ওসমান আলী অভিযোগ করে বলেন, গত ৭ মার্চ থেকে শুরু করে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষে তিনি তার ব্যবসায়িক কর্মস্থল জেলা সদরের পল্লী বিদ্যৎ এলাকায় নিয়মিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন ও দেশাত্ববোধক গান মাইকে বাজিয়ে আসছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে একটি মোবাইল ফোন থেকে তাকে তাকে হত্যা করা হবে বলে অজ্ঞাত সন্ত্রাসীরা হুমকি দেয়।

সম্পর্কিত খবর

    এ অবস্থায় তিনি ভীত হয়ে জয়পুরহাট সদর থানায় শুক্রবার রাতেই একটি সাধারন ডায়েরী করেন। পরে তিনি ঘটনাটি স্থানীয় র‌্যাব ক্যাম্পেও অভিযোগ করেন বলে জানান ওসমান আলী।

    জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন জানান. পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে, অভিযোগ প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close