• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রকাশ:  ১৮ মার্চ ২০১৮, ০৯:৪০ | আপডেট : ১৮ মার্চ ২০১৮, ০৯:৪৩
স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে নিদাহাস ট্রফি। যেখানে স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও খেলছে বাংলাদেশ ও ভারত। গ্রুপ পর্বের খেলা শেষে এখন ফাইনালের অপেক্ষা। শ্রীলঙ্কাকে দর্শক বানিয়ে ফাইনালে বাংলাদেশ ও ভারত। গ্রুপ পর্বের সবচেয়ে উত্তেজনাকর ম্যাচ হয়ে গেলো শুক্রবার। যেখানে বাংলাদেশের মোকাবিলা করে স্বাগতিক শ্রীলঙ্কা। সেই ম্যাচে বাংলাদেশ ২ উইকেটের ব্যবধানে জয়লাভ করে।

নিদাহাস ট্রফিতে আজকের ফাইলান ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সন্ধ্যা সাড়ে সাতটায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।

সম্পর্কিত খবর

    লিগ পর্বে ভারতের বিপক্ষে দুটি ম্যাচে বাংলাদেশ হারলেও আজ অনেকটা ফুরফুরে মেজাজেই মাঠে নামবে টাইগাররা। কারণ গত ম্যাচে উত্তেজনাপূর্ণ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যেভাবে জয় পেয়েছে সেটি অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে বাংলাদেশকে। তবে লিগ পর্বে ভারতের বিপক্ষে দুটি ম্যাচে হারলেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দলে যোগ দেয়ায় বাংলাদেশ দল জয়ের ব্যাপারে অনেক আত্মবিশ্বাসী। সেই প্রত্যয় নিয়েই শিরোপা জিততে সন্ধ্যায় ভারতের মোকাবেলা করতে নামবে সাকিববাহিনী।

    আজকের ম্যাচে বাংলাদেশ দলে পরিবর্তনের কোনো আভাস পাওয়া যায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সর্বশেষ ম্যাচের একাদশ নিয়েই বাংলাদেশ মাঠে নামবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

    বাংলাদেশের সম্ভাব্য একাদশ

    তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল হাসান অপু। /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close