• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ

প্রকাশ:  ১৮ মার্চ ২০১৮, ১৩:৩৫ | আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৩:৪১
নিজস্ব প্রতিবেদক

সংসদে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল হবে, এ সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছে হাইকোর্ট।

রোববার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্টের একক বেঞ্চ (তৃতীয় বেঞ্চ) এ আদেশ দেন।

সম্পর্কিত খবর

    এর আগে ১৫ জানুয়ারি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রিটের ওপর বিভক্ত আদেশ দেন।

    বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল জারি করলেও অপর বিচারপতি রিট খারিজ করে দেন।

    পরে নিয়ম অনুসারে আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। তিনি বিষয়টি নিষ্পত্তির জন্য একক বেঞ্চে পাঠান। ১১ মার্চ একক বেঞ্চে শুনানি শেষে ১৮ মার্চ আদেশের জন্য দিন ধার্য করা হয়।

    গত বছরের এপ্রিলে আইনজীবী ড. মো. ইউনুছ আলী আকন্দ এ রিট আবেদনটি করেন।

    সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি-(ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না’।

    রিটে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সংসদ সচিবালয়ের সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

    /এসএম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close