• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তিন শিক্ষার্থী আটক, মধ্যরাতে উত্তপ্ত ঢাবি

প্রকাশ:  ২৩ মার্চ ২০১৮, ০১:৪৩ | আপডেট : ২৩ মার্চ ২০১৮, ০২:১২
ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় তিন শিক্ষার্থীকে র‌্যাব আটক করে নিয়ে যাওয়ার ঘটনার মধ্যরাতে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। টিএসসির সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কলাভবনের সামনে একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে গাড়ি থেকে নেমে র‌্যাবের সদস্যরা মোটরসাইকেল আরোহী তিনজনকে নিয়ে যান। আটক শিক্ষার্থীরা হলেন সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী তানভীর, বিজয় ৭১ হলের স্বাস্থ্য সম্পাদক ইমরান হোসেন ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ছাত্র মুসলিম উদ্দিন হিমেল। তবে র‌্যাব দাবি করেছে, রাস্তায় গাড়িতে ধাক্কা ও ভাঙচুরের ক্ষতিপূরণ আদায়ে তিনজনকে হেফাজতে নিলেও তাঁদের গ্রেপ্তার করা হয়নি।

সম্পর্কিত খবর

    এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, যুবকরা র‌্যাবের গাড়িতে হামলা চালালে আটক করা হয়। তবে তাঁদের ছেড়ে দেওয়া হবে।

    শিক্ষার্থী আটকের তথ্য প্রচার পেলে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তরসহ কয়েকটি হলের শিক্ষার্থীরা টিএসসিতে সমবেত হয়। এরপর বিক্ষোভ মিছিল করে। এ সময় কয়েকটি গাড়িতে ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close