• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ইউএস-বাংলার বিমানের ফের জরুরি অবতরণ

প্রকাশ:  ২৪ মার্চ ২০১৮, ১৩:১৬ | আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৪:১৩
নিজস্ব প্রতিনিধি

ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের মাত্র ১৫ মিনিট পরেই ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। শনিবার সকালে বিমানটি উড্ডয়নের পর মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানটির পাইলট ‘ফলস ইন্ডিকেশন’ পাওয়ায় জরুরি অবতরণ করেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মুখপাত্র কামরুল ইসলাম এ কথা বলেছেন অনলাইন ডেইলি স্টারকে। তিনি বলেন, বিমানটি আজ সকাল ৮টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে। পরে বিমানের ভিতর থেকে তিনি ‘ফলস ইন্ডিকেশন’ পান।

সম্পর্কিত খবর

    তবে ফলস ইন্ডিকেশন বলতে তিনি কি বুঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়। বিমান অবতরণ করার পর চেকআপ করা হয়। এতে কোনো ত্রুটি পাওয়া যায়নি। ফলে অল্প সময় পরেই তা গন্তব্যে উড়ে যাওয়ার কথা জানিয়েছেন কামরুল ইসলাম। এর আগে ১২ই মার্চ নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ৭১ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় একই সংস্থার একটি বিমান। তাতে ২৬ বাংলাদেশী সহ নিহত হন কমপক্ষে ৫১ জন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close