• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

'তারেককে রাজনৈতিক নেতা মনে করি না'

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০১৮, ২০:০০ | আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ২০:৩৪
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি আন্দোলনের নামে সারাদেশে নারী-শিশুসহ অসংখ্য মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। তখন আমরা দেখেছি তারেক রহমান বিদেশ থেকে ভিডিও কনফারেন্স করে তাদের কর্মীদের নির্দেশ দিয়েছে এসব সন্ত্রাস করার জন্য। সন্ত্রাস করে করে এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত খবর

    শাজাহান খান বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ঢাকায় জামায়াতের রোকন সম্মেলনে তারেক রহমান তার বক্তব্যে বলেছিলেন জামায়াত এবং বিএনপি একই পরিবার। তারেক রহমানকে বিপজ্জনক ব্যক্তি হিসেবে বৃটিশ সরকারকে সতর্ক করেছে আমেরিকা। একজন সন্ত্রাসী হিসেবে তাকে চিহ্নিত করেছে। তাকে আমরা কখনোই রাজনৈতিক নেতা হিসেবে মনে করি না।

    এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আখাউড়া স্থলবন্দরের উন্নয়ন ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে গঠিত উপদেষ্টা কমিটির বৈঠকে যোগ দেন মন্ত্রী।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close