• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাসচাপায় পা হারানো রোজিনার অবস্থা সঙ্কটাপন্ন

প্রকাশ:  ২২ এপ্রিল ২০১৮, ১৮:৪৬ | আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৯:২৩
নিজস্ব প্রতিবেদক

বিআরটিসি বাসের চাপায় পা হারানো রোজিনা আক্তারের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) চিকিৎসকরা। রোজিনা রাজধানীর বনানীতে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। বর্তমানে পঙ্গু হাসপাতালে তার চিকিৎসা চলছে।

রোজিনার চিকিৎসায় পঙ্গু হাসপাতালে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন হাসপাতালটির পরিচালক গণি মোল্লা।

রোজিনার চিকিৎসায় ওই হাসপাতালে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তার নেতৃত্ব দিচ্ছেন গণি মোল্লা। তিনি রোববার দুপুরে বলেন, ওর অবস্থা সঙ্কটাপন্ন। আজ আমরা দ্বিতীয় অপারেশন শেষ করেছি। এ অবস্থায় আসলে কিছুই বলা যাচ্ছে না। রিকভারি রুমে আছে।

এ অবস্থায় আর বেশি কিছু বলা সম্ভব নয় বলে জানান তিনি।

ময়মনসিংহের মেয়ে রোজিনা গত ১০ বছর ধরে ঢাকায় সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় কাজ করে আসছিলেন। শুক্রবার রাতে বনানীতে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির একটি বাসের চাপায় তার পা বিচ্ছিন্ন হয়ে যায়।

বাসচাপায় পা হারানো,রোজিনা,অবস্থা সঙ্কটাপন্ন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close