• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তারেককে অবশ্যই দেশে ফিরতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশ:  ২৩ এপ্রিল ২০১৮, ২২:৪৪ | আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ২২:৪৮
নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে দেশে ফিরে আসতেই হবে বলে দলের নেতাদের জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা এগিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার সকালে আটদিনের সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের নেতাকর্মীরা সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা জানান।

সম্পর্কিত খবর

    যুক্তরাজ্য সফরকালে ১৭ এপ্রিল এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘তার (তারেক রহমান) উচিত আদালতের মুখোমুখি হওয়া। আমরা ব্রিটিশ সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলছি। অবশ্যই একদিন আমরা তাকে ফেরত নেব।’

    এরপর ২১ এপ্রিল যুক্তরাজ্য আওয়ামী লীগের এক সংবর্ধনায় শেখ হাসিনা বলেন, ‘খুনিদের কাছ থেকে দেশকে বাঁচাতে হবে, যেভাবেই তারককে দেশে ফেরত নেবই নেব। ব্রিটিশ সরকারের সাথে আমি কথা বলেছি।’

    সোমবার প্রধানমন্ত্রী দেশে ফেরার পর গণভবনে দলের নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে যান। এ সময় তারেক রহমানের দেশে ফেরানোর প্রসঙ্গটি নিয়ে আবার কথা বলেন শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘২১ বছর বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে কিন্তু পারেনি। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজাতে দেয়নি। আজকে এই ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।’

    এ সময় দলের নেতাদের লেখালেখির মাধ্যমে অপপ্রচারের জবাব দিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলে আজকে সবাই এক ধরনের সাংবাদিক।’

    স্বপন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেন?

    রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের ১৯ নেতা ভারত সফরে যাওয়ার পর দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদকে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি জানানো হলে শেখ হাসিনা বলেন, ‘তুমি! আর কেউ ছিল না?’

    এ সময় জবাবে একজন বলেন, ‘আপা সবাই তো দেশের বাইরে।’

    শেখ হাসিনা জানতে চান, ‘একজন জয়েন্ট সেক্রেটারিও দেশে নাই?’

    না সূচক জবাব পেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ও সেজন্যই তুমি!’

    শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুর রাজ্জাক, অসীম কুমার উকিল, ফরিদুন্নাহার লাইলী, শামসুন্নাহার চাঁপা, দেলোয়ার হোসেন, মারুফা আক্তার পপি, ইকবাল হোসেন অপু প্রমুখ।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close